সারাক্ষণ দেখি যাহা সবটা বুঝিনা তাহা
তোমারে কেমনে বুঝিব?
কত কিছু নাহি দেখি সত্য মানিয়া লেখি
তোমারেই কেন খুঁজিব?

এ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজিয়াছো প্রকান্ড
পৃথিবী পাথর কণা
তোমার জ্ঞানের সিন্ধু তার যে একটি বিন্দু
জগৎ হয়না তুলনা।
বৃথা কেন মরি ঘোরে তুমি আছো অন্তরে
যেথায় তোমারে পুঁজিব।

সুখে ভুলি দুখে স্মরি একটু দুখেই মরি
করি কত অভিযোগ
চাইবার আগে দাও বিনিময়ে নাহি নাও
কৃতঘ্ন করি ভোগ
তুমি যাহা দাও নিজে তার বেশি লাগে কি যে?
মিছে চেয়ে নাহি যুঝিব।

রচনা: ১৬ জুন, ২০১৬