তোমার এ জগতে বহিছে সদাই
আনন্দ জোয়ার
নেই কিগো নেই তাতে আমার
এতটুকু অধিকার?


তুমি তো চেয়েছো কাঁদাতে বেদনায়
কত যে কেঁদেছি আহত চেতনায়
তুমি তো জানো, আমি যে এমন
কাঁদিতে পারি না আর
নেই কিগো আমার আনন্দে অধিকার?


জানি না, আমি জানি না, এতো যে বেদনা
কোন্ সে অভিশাপে
শুধু যে বুঝি, গলে না তোমার জমাট বরফ
আমার এই অনুতাপে
ওগো চাও যদি তাপ আরো আরো
যেন গো করুণায় গলিতে পারো
এবার না হয় করো গো আমায়
পুড়াইয়া অঙ্গার
নাই যদি দাও তোমার আনন্দে অধিকার।