যাওয়ার কথা যেথায় আমার
জানি তার ঠিকানা
কোন পথে যে যাবো সেথায়
সে পথ আমার জানা
তবু যে হায় পথটি হারাই
হয়না সেথায় যাওয়া।


গীতিকারের ছন্দ-কথায়
গান হয়েছে লেখা
সুরকারের স্বরলিপিতে
সুর হয়েছে শেখা
গাইতে গেলে সুর না মেলে
হয়না যে আর গাওয়া।


জীবন ভরে উজান স্রোতে
বাই যে একই তরী
সোনার ফসল দিয়ে সেটা
দিলো সে জন ভরি
তবুও কাঁদি দিবসযামী -
হয়নি কিছুই পাওয়া।


ভালোবাসার সাগর তলে
মুক্ত মেলে রোজ
প্রেম ভিখারি হৃদয় তবু
করে প্রেমের খোঁজ
বুকের মাঝে নিত্য চলে
বিরহ-গান গাওয়া।


রচনা: ১২ জুলাই, ২০১৬