এক খন্ড পাথরের নীচে একটি বীজ থেকে
অঙ্কুরিত তৃণ তার অতি দুর্বল দেহটি বেঁকে
মিটাতে চায় আলোর তৃষ্ণা অবারিত সূর্য-স্নানে
বাঁচিতে চায় হিল্লোলিত, সতেজ, সবুজ প্রাণে।


অভিমানের পাথরে ঢাকা একটি আহত মন
গুমরে কাঁদে, আর নিয়ত করে অন্বেষণ
একটু প্রেম, ভালবাসা ও অকৃপণ স্নেহ -
পাথর সিক্ত হয় প্রাণরসে, যদি দেয় তা কেহ।


নীরব অবহেলা অথবা অতি মৃদু তিরস্কার
অভিমানী মনে আনে ভয়াল মৃত্যু-অন্ধকার,
অথবা ঘটায় মহা ধ্বংস-লীলা, এক প্রশান্ত মন।
কোন সুখে বলো তুমি হবে অতটাই কৃপণ?


রচনা: ৫ জুন, ২০১৬