কথিত আছে, দূরে কোথাও ছিল নাকি এক গ্রাম
সেই গ্রামের মসজিদে ছিল ভালো একজন ইমাম।
সেই মসজিদে মুসল্লীদের মাঝখানে একজন
করে বেড়াত সেই ইমামের দুর্ণাম সারাক্ষণ।
সে কথা ক্রমে এসে পৌঁছায় সেই ইমামের কানে
শুনে সে ইমাম মুখে হাসি দেয়, যদিও ব্যথা প্রাণে।


একদিন ইমাম হাতে নিয়ে কিছু ফুল ও সাথে মিষ্টি
হাজির হলো তার দরজায়। সেই লোকটার দৃষ্টি
বিস্ময়ে চেয়ে হতবিহবল,  ইমামকে সে শুধায় -
ফুল ও ও মিষ্টি হাতে নিয়ে কেন অধমের দরজায়?


ইমাম বলে, তোমারে আমি পরম বন্ধু জেনেছি
তাই এই ফুল আর মিষ্টি তোমার জন্যে এনেছি।
এ দুনিয়ায় বন্ধু বলো আছে কার কয়জন
অন্যের পাপ নিয়ে পুণ্য তারে করে বিতরণ?
আমার দোষ ও ত্রুটির কথা তুমি যা ছড়াও শুনেছি
তাই তো তোমাকে আমার পরম বন্ধুরূপেই গুনেছি।
এমন কথার মর্ম তখন বুঝে নিল সেই জন
তারপর নাকি বন্ধু ছিল তাদের বাকিটা জীবন।


রসুলুল্লাহর কথা তাই যদি রাখি সকলেই মনেঃ
কারো পাপ বা ত্রুটি যদি কেউ জানায় অন্যজনে
অথবা ত্রুটির  খোটা দিয়ে করে কথাতে আক্রমন
জনসমক্ষে হেয় করে তারে পায় সে সুযোগ যখন
দুজনের পাপ পুণ্য হবে আমলনামায় বিনিময়
শেষ বিচারে অনেকের কাছে এটা হবে এক বিস্ময়।
না করে অনেকে অনেক পুণ্য পেয়ে যাবে বহু পুণ্য
পুণ্য করেও অনেকেরই রবে হিসাবের খাতা শূন্য।


আত্মশুদ্ধি ও নিয়ন্ত্রনের মাস পবিত্র রমজান
অপরের সমালোচনা থেকে তাই থাকি সবে সাবধান।