প্লাটফর্মে দাঁড়িয়ে থাকি নিত্য সকাল-বিকেল
সময় হলেই ট্রেনটা আসে বাজিয়ে হুঁইসেল।
নিয়ম মত ট্রেনটা এসেই প্লাটফর্মে থামে
যাত্রী কিছু ওঠে, আবার যাত্রী কিছু নামে।


সময় হলেই যায় ছেড়ে ফের অবাধ দ্রুতগামী
নির্বাক আর স্তব্ধ হয়ে, দাঁড়িয়ে থাকি আমি।
কেউ নামে না আমার তরে - কিংবা মনের ভুলে
ট্রেনটা আমায় কোনদিনই নেয় না বুকে তুলে।


নিত্য এখন দাঁড়িয়ে সেথায় ভাবি বিষণ্ণতায়
কিইবা এমন ক্ষতি হতো একটু অন্যথায়!
কিংবা যদি জীবনটা মোর চলত ট্রেনের মত
উদ্বেগহীন থামা, আবার চলন অবিরত।


জগত চলে উদ্বেগহীন - কেন এ বুক জুড়ে
সারাক্ষণই উদ্বেগে যায় সুখ-আনন্দ পুড়ে?
আমার যাওয়ার সময়টা যে আমারই অজানা
প্লাটফর্মে দাঁড়িয়ে খুঁজি ঝাপসা দূর-ঠিকানা।