খেলো তুমি হে খেলোয়াড় আমায় নিয়ে খেলো
ইচ্ছে হলেই আমায় তুমি করো এলোমেলো।
ইচ্ছে হলে ঐ আকাশে  ছুড়ে
শংকা দিও আমার হৃদয় জুড়ে
(শুধু) নিচের দিকে পড়ার সময় ধরতে ও হাত মেলো।


ইচ্ছে হলে আমার দিকে ছুঁড়ো তুমি ঢিল
মরণ ভয়ে আমায় করো একেবারেই নীল।
(শুধু) সেই ঢেলাটি লাগার আগে
একটুখানি অনুরাগে
আমায় তুমি নরম হাতে অন্যদিকে ঠেলো।


খেলার মঞ্চে ঊর্ধবমুখী বসিও তরবারি
ঊর্ধ্বে তুলে আমায় তুমি ছেড়ো উপর তারই।
ভাববো যখন যাবোই মরে
তার উপরে আছড়ে পড়ে
(শুধু) শক্তহাতে তরবারি নিম্নমুখী ফেলো।