ঝড়ের রাতে নিভলে আমার প্রদীপ
তোমার আলো জ্বেলো
নিসঙ্গতায় কাঁদলে আমি একা
তোমার দুহাত মেলো।
জড়িয়ে নিও তোমার বুকে
অন্ধকারেও হাসবো সুখে
আমার কুসুম শুকিয়ে যদি যায়
তোমার সুবাস ঢেলো।


সামনে চলার পথে হঠাত যদি
পিছলে আমি পড়ি
আমায় তুমি তুলো নিজের হাতে
আমার দুহাত ধরি।
চলার স্পৃহা হারাই যদি
পাশে থেকো নিরবধি
তোমার নিজের হাতে তখন তুমি
সামনে আমায় ঠেলো।


সবার অবহেলায় যদি আমি
থাকি ধুলায় পড়ে
তোমার হাতে তুলে নিও তুমি
মনের মতো গড়ে।
ইচ্ছে যেমন সাজিয়ে নিও
তোমার সুরেই বাজিয়ে নিও
নাহয় নিছক খেলনা করে আমায়
তোমার মতো খেলো।