শেষের প্লেন


১৩ মার্চ, ২০১৫


শেষের প্লেনটা ছাড়ার সঠিক সময় যখন হবে
তখন, কেমন করে বলো তুমি সময় ভুলে রবে?


যেথায় তখন থাকো তুমি দুরের কোনো গ্রামে
তোমায় নিতে সর্বখানেই ডাকবে তোমার নামে।
দ্বারের যত রক্ষীরা সব ডাকবে দুয়ার খুলে
চাও বা না চাও ওরা তোমায় নেবেই প্লেনে তুলে।
বিদায় ব্যথায় কেঁদে কেঁদে হাত নাড়াবে সবে।


লাগবে নাকো পাসপোর্টখানা, লাগবেনা টিকেট
নাইরে শ্রেনী, নাইরে যে সিট্, নাইরে যে সিট্ বেল্ট।
সেথায় যেথায় খুশী রাখবে তোমার ঝুলি
কোনটা তোমার কোনটা পরের যাবে তুমি ভুলি
হাওয়ার সে প্লেন হাওয়াই যাবে উড়ে, ফিরবে না এই ভবে।