ইতিহাসের পাতা থেকে


২৬ মার্চ, ২০১৬


শব্দ চয়নিকার কথামালায়
কবিতা প্রেম, প্রকৃতি, স্বপ্ন ও প্রতিবাদে রং মাখায়।
ইতিহাস নিখাঁদ সত্যি কথা বলেঃ
অতীতের ঘটনা বলে,
আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয়।
আজ কবিতার অবসরে ইতিহাসের কথা বলছিঃ
সূর্যের বুকে একটা বুলেটের আঘাত
জন্ম দেয় হাজার তারকার।
চাঁদের বুকে একটা বুলেটের আঘাত
ফুটায় হাজার বাগানে লক্ষ ফুল।
একজন প্রতিবাদী মানুষের বুকে একটা বুলেটের আঘাত
আনে অঢেল মানুষের মিছিল।
একজন মুক্তিকামী মানুষের বুকে একটা বুলেটের আঘাত
জন্ম দেয় একটা রক্ত-সমুদ্রের -
যে সমুদ্রে নিমজ্জিত হয় একনায়কতন্ত্রের স্বৈরাচারীরা।
এই তো ইতিহাস, যা আসে বারবার সময়ের চাকায় -
তবু স্বৈরাচারীরা মুক্তিকামী মানুষের স্বপ্নের অর্থ খোঁজে
স্বপ্ন-তত্ত্ব বইয়ের পাতায়।
কারণ তারা অর্বাচীন, নিরক্ষর, পড়তে অক্ষম
ইতিহাসের পাতা থেকে।
তাইতো ইতিহাস ফিরে আসে বারবার!