বেহুদের দেশ চিন্তা
৩ এপ্রিল, ২০১৪


অতি বোকা ছেলে এক নাম তার বেহুদ
দেশের চিন্তায় তার, পেটে বুদবুদ|
বাংলাদেশ নিয়ে তার কত শত চিন্তা:-
রাজনীতির ভাওতা, কে বলে স্বাধীন তা?
আমলা, আর্মি, সরকার, এই তিন দলে
ভাগাভাগি করে জমি জলে ও স্থলে|
টাকার পাহাড় গড়ে যত সব ডাক্তার
সেবা-নামে কত খুন, কে বা রাখে খোজ তার!
ইঞ্জিনিয়ার বাবুগন কিসে কম যান?
সরকারী প্রকল্প লুট ক’রে খান|
খবরের কাগজে কত শত বিজ্ঞাপন
বুদ্ধি বে’চে খান, বুদ্ধিজীবি, শিক্ষকগণ
পড়াশোনা, গবেষণা, এতসব হবে কি
বুদ্ধি না বেচলে সংসার র'বে কি?
পকেটেতে অর্থ চান অর্থনীতিবিদ
নাইবা রইল, দেশে কারো চোখে নিদ|
কত কবি সাংবাদিক, লেখকেরা লিখে যান
টাকার বিনিময়ে সরকারী গুনগান|


হায়রে! মুক্তিযুদ্ধের এতদিন পরে
মিথ্যা মুক্তিযুদ্ধের সনদের জোরে
হাজার চাকুরী আর পদোন্নতি ঘটে
এদের সবার তরে দেশটা স্বাধীন বটে!
হাজার গরিব ভুখা, কাদে ছেলে মেয়ে
পায়না জ্ঞানের আলো স্কুলে যেয়ে|
ধনীর দুলাল আর আদরের ললনা
ল্যাপটপ নিয়ে করে আন্দোলন ছলনা|
সবে মিলে চুষে খেল অভাগা সে দেশটা
মাদ্রাসার ছেলেরা কি বাঁচাবে তার শেষটা?
ওরাই কি একদিন দালেখা ও নাসিহার
চুল কেটে দড়ি পে’কে বানাবে এক ফাসিতার,
নেতাদের ধরে ধরে ঝুলাবে সেই ফাসিতে
তারপর বাংলাদেশ ভ’রে যাবে হাসিতে?
তালেবান নেবে প্রাণ আছে যত ঘুষখোর
হাতগুলো কেটে দেবে যেথা পাবে যত চোর?


হায়রে বেহুদ, জানেনা কি হলো তার
বাবা ছিল মুক্তিযোদ্ধা, সে কি হলো রাজাকার?
সবায় তো আছে ভালো, কেন তার মাথা
রাতদিন ভেবে চলে, এই সব যা তা?