জীবন   শেষে মরণ যেদিন আসিবে
তুমি     বসিও আমার শিয়রে
তোমার  কোমল করের পরশ বুলায়ে
          নয়ন মুদিয়া দিও রে।          


         উতাল ভয়াল সমুদ্র মাঝে
         ভাসায়ে জীবন তরণী
         প্রলয়ের মুখে হাসিয়াছো সদা
         কোনদিন ভয় করনি
         বিরান ভূমিতে রচিয়াছো তুমি
         সবুজ শ্যামল ধরণী
জানি    বিদায় বেদনে নয়ন কাঁদিবে তব
তবু      হৃদয়ে হাসিও প্রিয় রে।


         আমার লাগিয়া সারাটি জীবন
         করিয়াছ উত্সর্গ
         ধন্য হয়েছি নিত্য লভিয়া
         তোমার প্রেমের অর্ঘ্য
         ধরনীর বুকে দিয়েছ আমায়
         সকল সুখের স্বর্গ
তুমি    মরণের পরে স্বর্গের মাঝে
         আমারে সঙ্গে নিও রে।


         জানি প্রিয়া জানি আমার বিদায়ে
         তোমার হৃদয় কাঁদিবে
         তবুও এ ধরণী অসীম প্রেমে
         তোমারে আবার বাঁধিবে
তখন   স্বর্গে বসিয়া আমার হৃদয়
         তোমার মিলন সাধিবে
সেদিন  মরণ বিহীন মিলনের লাগি
         মরণ মদিরা পিয়ো রে।
    
রচনা: ১২ এপ্রিল, ২০১৬