আজব ডাঙায় সদ্য এসেছে এক বৈদ্য
গাঁয়ের লোকে জানে
যাচ্ছে যত লোক চোখে রেখে চোখ
চোখের খবর আনে।
আজব ডাঙার হান্না চোখ নিয়ে তার কান্না
চোখ পানিতে ভরে
চোখের হ’লো কি দৃষ্টি ম'ল কি
শুধুই ভেবে মরে।
বৈদ্য দেখে কয় সবই তো ঠিক রয়
নও তো তুমি কানা
সমস্যাটা কি বলবে খুলে তা কি
রোগটা হবে জানা?
হান্না তখন কয় নিশ্চয় নিশ্চয়
বইটা চোখে ধরুন
এই পাতাতে যা পড়তে পারি তা
একটু চিন্তা করুন
পরের পাতায় কি আসে মাথায় কি
যতক্ষণ না উলটায়
ভাগ্যের কি লেখা অল্পই হয় দেখা
জানিনা কার ভুলটায়।
যেদিক পানে চায় সে দিক দেখা যায়
সে আর এমন কি
দেখতে না পাই যা বলতে যে চাই তা
চোখ চাই তেমনটি।
বৈদ্য ভেবে কয় তা কি করে হয়
কেনই বা তা বলবে?
ওদিক তাকায় যারা ওদিক দেখবে তারা
তাদের কথায় চলবে।


রচনা: ১৭ মে, ২০১৬