এসো বন্ধু মহান নেতার করি জয়গান
জীবন উত্সর্গ করি উনি যদি চান|
নিপাত যাক উনার যত নিন্দুকের দল
পাক সবাই হাতে হাতে বিরোধিতার ফল|
দেশের যত জঞ্জাল, পঙ্কিল হোক পরিস্কার
পাপিষ্ঠরা ভরে ফেলুক কবর, কারাগার|
উনার দীর্ঘ জীবন এসো করি প্রার্থনা
উনি গেলে উনাকে পাব আর তো না |
তবু যেন রেখে যান সন্তান-সন্ততি
হতভাগা জাতির জন্য যত্ন করে অতি -
যারা বসবে রেখে যাওয়া স্বর্ণ সিংহাসনে|
আমাদের সন্তানেরা ভাববে মনে মনে
আমাদের পিতা-মাতা ছিল বুদ্ধিমান
মহৎ নেতার তরে দিয়ে গেছে প্রাণ|
সেই নেতার বংশধর আমাদের নেতা
স্বর্গ আর নরকের তফাৎ নেই হেথা|
নরক বা স্বর্গে বসে আমাদের বুক
ভরে যাবে দেখে সেই সন্তানদের সুখ|
এসো বন্ধু সবে মিলে করি জয়গান
মহান নেতার পদতলে পাই যেন স্থান।
দেশ যাক রসাতলে, গণতন্ত্র নরকে
পাপিষ্ঠ! এমন নেতার ভুল ধরো কে?


রচনা: ১৪ ডিসেম্বর, ২০১২