তোমার কোমলতার আচ্ছাদনে
অনুভব করেছিলাম এক খন্ড পাথর
ভেবেছিলাম আশার শিহরণে
সে পাথর সিক্ত হয়ে গলবে আমার অশ্রু জলে।


জন্ম হয়েছিল ঝর্ণার -
যুগ যুগ ধরে যা বয়েছে
শিহরিত প্রেমের পরশে
নৃত্য ও ছন্দ-গানের শৃঙ্গারে।
আসেনি কাঁপন তোমার সে পাথরে,
সিক্ত হয়নি, ক্ষয়নি, গলেনি সে পাথর।


আর কত যুগ শুনতে চাও
ঝর্ণার অবিরাম ক্রন্দন?
শাপ মোচনের জন্যে
সে জলের আর কত পবিত্রতা প্রয়োজন?


এ ঝর্ণার মৃত্যু হলে
শুষ্কতায় ফেঁটে বিচূর্ণ হবে তোমার পাথর।
তবে তাই হোক -
শুষ্ক হোক আঁখি চিরতরে -
যদি ঝর্ণার সে মৃত্যু আনে
প্রাণের স্পন্দন তোমার হৃদয়-পাথরে।


রচনা: ১৯ সেপ্টেম্বর, ২০১৬