বড় মিয়ার অনেক দিনের চাকর ঈমান আলী
কাজের মাঝে বড় মিয়া দিয়েই থাকে গালি|
রাগলে বলে বড় মিয়া, এই শুয়োরের বাচ্চা!
কাজে যদি মন না থাকে বিদায় দেব আচ্ছা|
এমন করে সারাটা দিন কাজে দিলে ফাঁকি
তোর অবস্থার উন্নতিটা আল্লাহ করবে নাকি?
ঈমান আলী ভেবে ভেবে পায়না কোনো কুল
বড় মিয়ার কথায় আছে কোথাও কিছু ভুল|
ঈমান আলী এতো খাটে তবুও তার অভাব
বড় মিয়া না খেটে পায় উন্নতি আর প্রভাব|
ঈমান আলী সদাই খাটে বড় মিয়ার তরে
উন্নতিটা আল্লাহ কেন বড় মিয়ার করে?
উন্নতিটা হতো যদি বড় মিয়ার হাতে
ঈমান আলীর উন্নতিটা হয়তো হতো তাতে|
কিংবা যদি খাটুনি তার হতো আল্লার জন্যে
উন্নতিতে সংসারে তার বয়ে যেত বন্যে|
সদাই যারে খাটতে হবে বড় মিয়ার তরে
তার উন্নতি আল্লাহ কেন রাখলো হাতে ধরে?
সভ্য-ভব্য এমন কি কেউ আছে বুদ্ধিমান
দিতে পারে ঈমান আলীর ধাঁধার সমাধান?
উন্নতিটা হতও যদি বড় মিয়ার হাতে
ঈমান আলীর উন্নতিটা হতো কি গো তাতে?


রচনা: ১০ অক্টোবর, ২০১৬