চৈত্র-দাহে পোড়ে যখন সবুজ বনের কাঠ
জ্যৈষ্ঠ-দাহে বিরান হলে ফুল ফসলের মাঠ
শকুন যখন ঢাকে গগন, বৃষ্টি যখন নাই
নেকড়ে যখন অবাধ সুখে হরিণ শাবক খায়
আপন পরের তফাৎ যখন দেয়া-নেয়ার মাপে
প্রেমের হৃদয় জ্বলে চিতায় দারিদ্রের শাপে
অভাব যখন স্বভাবটা খায় হৃদয়টা হয় মরা
শ্রাবন বর্ষা ভাসায় ভুবন, দেখে নয়ন ঝরা
বুভুক্ষ সব দৃষ্টিগুলো মৃত্যু-সম স্থির
হৃদয় তখন ওঠে কেঁদে - চল রে মুসাফির।


উলঙ্গ এক হরিন শাবক নামে অন্ধকারে
সাঁতার দিয়ে ওঠেও যদি আলোর ওপারে
হঠাৎ বোঝে দেহের মাঝে হৃদয়খানা নাই
সবুজ মাঠে বসেও পিছে বিরান মাঠে চায়।
হৃদয় পেতে গেলে ওপার নেকড়ে গুলো খায়
এপারে তাই হৃদয় ছাড়াই জীবন কেটে যায়।


রচনা: ১৩ অক্টোবর, ২০১৬