বর্ষা আনে মিষ্টি মধুর বৃষ্টি যা স্রষ্টার অপরূপ দান
যা দিয়েছে এই সবুজ বসুধা, হরেক পাখির গান।
তারই মাঝে দিলো বাবা-মা, ভাই-বোন, দিদা ও দাদু
যাদের হৃদয় একসাথে যেন বেঁধে রাখে কোন জাদু।
বৃষ্টির দিনে ঝাল মুড়ি আর দাদু সকলের প্রিয়
বৈঠক খানার গল্পে দাদু সকলেরই আত্মীয়।
আছে কি কোনো নাত্নি ও নাতি, করে না দাদুর খোঁজ
দাদুর বীরত্ব গাঁথা শোনেনি প্রতি সন্ধ্যায় রোজ।
শূণ্য থেকে নিজ হাতে সব গড়েছে কেমন করে
দিদা’কে ঘরে কেমনে এনেছে দস্যুর সাথে লড়ে।
বাঘের সাথে যুদ্ধ করে বন্ধুকে করা উদ্ধার
যুদ্ধের মাঠে একসাথে লড়া কত না মুক্তিযোদ্ধার।
শুনেছি কত দাদুর সাথে দিদার যা অভিমান
দিদাকে দাদু কেমনে ভুলাতো, গেয়ে কী মধুর গান।
দাদুর সাথে দিদার বিরাগ, কত না মনের কথা
টাকার নেশা, দাদুর কেমন আনলো অস্থিরতা।
যখন দাদু শুনেও শোনেনি কত না খোকার জিদ
এ সব নিয়ে দিদার চোখে ছিলোনা তখন নিদ্।
হঠাৎ যে দিন রাগ করে খোকা চলে গেলো বাড়ি ছেড়ে
দিদা দেখেছিলো সে দিন দাদুর ঘুম নিলো কে যে কেড়ে।
সে রাতে দাদুর দু'চোখে ঝরে বৃষ্টির মতো ধারা
বুঝলো টাকায় নেই কোনো সুখ কাছের মানুষ ছাড়া।
সেই থেকে দাদু হয়ে গেলো নাকি অন্য সে একজন
অল্প টাকায় ভরে রেখেছিলো খুশিতে সবার মন।


এখন যুগের অপসংস্কৃতি আর সভ্যতার ভ্রমে
কত না দাদু ঘর ছেড়ে যায় দূরের বৃদ্ধাশ্রমে।
তাই তো এখন নাতি নাত্নিরা সংসারে দিশেহারা
সন্ত্রাস আর মাদকের মাঝে তারা হয়ে যায় সারা।
দই এর চারা ভিন্ন যেমন দুগ্ধে বসে না দই
ভালো পরিবার কেমনে হবে, সেথা দাদু, দিদা বৈ?


+++++++++++++++++++++++++++++++
বিঃ:দ্রঃ কাব্য কৌমুদীর ষষ্ট কবি, মোহাম্মদ কামরুল ইসলাম | কবির কবিতার শিরোনামগুলোঃ বৃষ্টি স্রষ্টার অপরূপ দান ; দাদুর খোঁজ ; মনের কথা ; টাকার নেশা ; খোকার জিদ ; অপসংস্কৃতি | আমার আজকের অনুশীলন ছিল শিরোনামগুলো অপরিবর্তিতভাবে ব্যবহার করে একটা অর্থপূর্ণ কবিতা লেখা | এই অনুশীলনের মধ্যে দিয়ে জানলাম কবি ছন্দে ছন্দে মানুষ, মানুষের জীবন, মানুষের সম্পর্ক ও প্রকৃতি নিয়ে সহজবোধ্য ভাষায় খুব সুন্দর কবিতা লিখে থাকেন| প্রার্র্থনা করি কবির এই ধারার লেখায় পাঠকের মন জয় করুক এবং কবিতার আসরকে প্রাণবন্ত ও সমৃদ্ধ করুক|


*** সংশোধনীঃ প্রথম প্রকাশে পঞ্চম কবি, কামরুন্নাহার রুনু নাম থাকায় আমি আন্তরিকভাবে দুঃখিত| আসলে আজকের কবি, ষষ্ট কবি মোহাম্মদ কামরুল ইসলাম, যা অনেক পরে সংশোধন করা হয়েছে| এ ব্যাপারে এই সংশোধনী ছাড়াও আমি কবি মোহাম্মদ কামরুল ইসলামের কাছে ব্যক্তিগত মেইলে ক্ষমা প্রার্থনা করেছি|