একটি শান্ত, স্নিগ্ধ, নির্মল প্রভাত আমার আজন্ম কামনা ।
অথচ প্রত্যেক প্রভাত ফেরিতে সূর্যটা বীজ বোনে
বিস্তৃত ইতিহাসের !


ঘুম থেকে জেগে নিত্য হিসেবি দিনযাত্রা
সে কি নিতান্তই আবশ্যক জীবনে, জগতে?
অথচ, দিনের প্রথম আলোটা
সোনালী রঙের মোড়কে
কী আকর্ষণীয় আভায় ধরা দেয় আমার চোখে!
মোহাবিষ্ঠ আমি নিক্ষেপ করি নিজেকে
স্বেচ্ছায় অনির্বান জ্বলন্ত উনুনে।

আছে কি কোন মুক্তি এর থেকে মুক্তিতে?
জীবন কি অপূর্ণ রবে
যদি না আসে সেই কাঙ্ক্ষিত প্রভাতটি?