যে হৃদয় গড়িলে পাথরে আজ কেন তারে
আগুনে গলাইতে চাও?
তবু নাহি দুষি, তাতে যদি হও খুশি
তারে হাঁপরে জ্বালাও, তুমি হাঁপরে জ্বালাও।

বানায়ে নিরেট পাথর তাতে যত ঢালো জল
বাহিরে কঠিন যার ভিতরে হবে কি কোমল?
ওহে বলবান কামার
ভাঙিতে ভিতর তার
তোমার হাতুড়ি চালাও, তুমি হাতুড়ি চালাও।

বানাইলে যারে পাথর
ভাসাইবে হাওয়ার উপর?
সে যতই যাক না পুড়ে
কেমনে হাওয়াতে উড়ে?
(যদি) চাও তারে উড়াতে
বাতাসে পাহাড়-চূড়াতে
তুমি ছাই করে দাও, তারে ছাই করে দাও।