তোমার পাকস্থলীতে গ্যালন গ্যালন মদ যায়
এতিম আর অসহায়ের কেড়ে নেওয়া সম্বল যায়
তছরুপ করা জনগণের সম্পদ যায়
শ্রমজীবী মানুষকে চুষে খাওয়া ঘুষ যায়
তবু তুমি পতিত নও।


আমার জাতস্থলীতে
ঘৃণায় দেহমন রি রি করা
তোমার দেহ নির্গত
দুর্গন্ধময় কয়েক ফোঁটা পুঁজ যায়।
তোমার পতন হয় না তৃপ্তির চূড়া থেকে
অথচ আমি পতিতা হই চিরতরে।


তোমার প্রতিবাদী কলম খুঁজে পায়
স্বপ্ন-ব্যভিচারী বিলাসী শব্দ।
লিখে যাও সমাজের বিষফোঁড়া অপসারণের মহাকাব্য
নিষিদ্ধ পল্লীর বেশ্যার উপমায়।


কবি! শুকরের মাংসে তোমার ধর্ম যায়
অথচ আমার মাংস ভোগ করো হৃদয়ের কানায় কানায়!