ওহে পৃথিবী! তোমাকে ধন্যবাদ
দু'দিনের এই অতিথির তুমি মিটিয়েছো সব সাধ।


এসেছি যখন শূন্যহাতে, ছিল নাকো উপহার
দাও, দাও বলে কণ্ঠে সে'দিন শুধু ছিল চিৎকার।
অকৃপণ তুমি দিয়ে গেছো শুধু কোন না বিভেদ করে
রূপ, রস, গান, আলো, বায়ু, জল নিয়েছি হৃদয় ভরে।


ক্রোধ যেটুকু তোমার ওই বুকে সে তো মানুষের সৃষ্টি
ভোগ, বিলাসিতা, ক্ষমতার লোভে অন্ধ যাদের দৃষ্টি -
যারা কেড়ে নেয় অসহায় হ’তে ঘুম ও মুখের গ্রাস
মানুষের মাঝে শত বিভেদে নিয়ে আসে শত ত্রাস
সর্বংসহা তুমি করে যাও নীরবেই সব ক্ষমা
বিদায়ের ক্ষণে তাই এই মনে রাখি নাই কিছু জমা।


মানুষের দেয়া ব্যথা বুকে ঢেকে মুখে গেছি সদা হেসে
জাতি ও ধর্ম-বর্ণ ভেদহীন মানুষেরে ভালোবেসে।
জন্ম নিয়েছি দুখী মা'র বুকে মাতৃভূমির 'পর
তাদের ছেড়েও যেখানেই গেছি পেয়েছি নিজের ঘর।


তাই আজ বাজে হৃদয়ের মাঝে বিদায়ের ব্যথা-সুর
যা কিছু কাছের সবই রবে তবু হয়ে যাবে বহুদূর।
তবু শান্তনা তোমার এ বুকেই হবে সেই শেষ শয্যা
কিছু না দিয়েই শুধু নিয়ে যাওয়া - ঢেকে দিও সেই লজ্জা।