বিকেলের সুর্য ডাকিয়া কয় কায়ারেঃ
দেখেছিস কত লম্বা করেছি তোর ছায়ারে?
ক্ষুদ্র তোর কায়া ছেড়ে ছায়া মাঝে এসে
এই তো সময় তোর যেতে দূরে ভেসে।


কায়া কয়ঃ এটাই তো প্রমান
নয় আর বেশী দূরে তোমার প্রস্থান।
যে দেখায় আমারে আমি যাহা নই
জানি তার শেষ কাছে - তাই দূরে রই।
তোমার প্রস্থানে আমার ছায়ার হবে তিরোধান
তাই তো আমারে ফেলি, নিই না ছায়াতে স্থান।