অভাজনই মহাদোষী দেবীর অপমানে
পূজারী তাই খড়গ চালায় পাপের শাস্তিদানে।


মুছতে গিয়ে সযতনে দেবীর গায়ের ধুলা
অসাবধানে আঘাত দিল অভাজনের কুলা।
সেই আঘাতে দেবী কাঁদে
অভাজনে সবাই বাঁধে
বুকখানা তার ঝাঁঝরা করে দেবীর হাতের বাণে।


পূজার নামে আগুন জ্বেলে সবাই আগুন ছড়ায়
সেই আগুনে পোড়েও দেবী, তবুও পূজার বড়াই।
অভাজনের নোংরা ছোঁয়া
পুড়ায় দেবী, ছড়ায় ধোঁয়া
দেবীর নামে পূজারী তাই
অভাজনের প্রাণহানি চায়
কেউ শোনে না সুখ না দুঃখ নীরব দেবীর প্রাণে।


হায় দেবী তুই সবই দেখিস, তবুও থাকিস নীরব
পূজারী আর তোর কণ্ঠে, তবে একই কী রব?
পূজারী যেই খড়গ উঠায়
তোর করুণা ধুলাই লুটায়
খড়গটা নে নিজের হাতে, পূজারীকে শেখা পূজার মানে।
-----------------------------------------------


** ধর্মীয় অর্থে দেবী, পূজা, পূজারী, অভাজন ইত্যাদি সম্পর্কে
আমার জ্ঞান খুবই সীমাবদ্ধ। ধর্মীয় অর্থে আমি এই শব্দগুলো
ব্যবহার করিনি, বরং রূপক অর্থে ব্যবহার করেছি মনের কিছু
ভাবনা প্রকাশ করার জন্যে। এতে যদি কোন ধর্মীয়বোধ
ক্ষুণ্ণ হয়ে থাকে, তার জন্যে আমার আগে থেকেই ক্ষমা
চাওয়া থাকল। আশা করি নীরবে ক্ষমা করে যাবেন।