শুনেছিনু, আছে এক রামনগর গ্রাম
ভেবেছিনু থাকে বুঝি সেথা এক রাম।
পাড়ি দিয়ে দীর্ঘ পথ - বন, নদী সাগর
ভেবেছিনু রামের দর্শনে যাব রামনগর।  


গোপালনগরে যেতে জানালো গোপাল
সে রামনগরে এখন রামের আকাল।
নির্বোধ, দুষ্ট বানর বসিয়েছে আসর
তীক্ষ্ণ নখে মানুষের গায়ে কাটে আঁচড়।
কিচির মিচির আনন্দে বানরেরা হাসে
দুঃখ, ব্যথা, অপমানে রাম বনবাসে।


গোপালের কথা তবু করেছিনু হেলা
রামনগর পা দিতেই বুঝেছিনু ঠেলা।
পার হতেই - বল্লভপুরের রাজবল্লভ
বলল, আসলেই তুমি এক গর্ধভ!