রোজা অত সোজা নয়, নয় উপবাস
রোজা রাখা হতে পারে শুধু উপহাস।


পানাহারে বিরতি ভোর থেকে সাঁঝে
এ তো শুধু এক কাজ অনেকের মাঝে।
এ সময় স্বামী-স্ত্রীর নেই মিলন-রতি
পর-পুরুষ পর-নারীই হবে নাকো মতি।
হাত, পা, চোখ, কান এমন কি মন
সৎ কাজ ও ভাবনায় চাই নিমগন।
করা, বলা, ভাবা যাহা কিছু নিষিদ্ধ
করিলে তাহা, রোজা হবে নাকো সিদ্ধ।
কেউ যদি গালি দেয়, বলে কটুকথা
রোজা আছি - এই বলে চাও নীরবতা।


লিপ্ত হলে তর্ক, কুৎসা কিংবা বিবাদে
কর্ম ও বাক্য-ব্যথায় কেউ যদি কাঁদে
অবৈধ উপার্জন যদি হয় ভক্ষণ
অন্যের অধিকার না হইলে রক্ষণ
হয় যদি সত্য ছাড়া মিথ্যা কথা বলা
ব্যবসা, কর্তব্য ও দেয়ানেয়াই ছলা
প্রতিবেশী অর্থাভাবে ভুখা, নাঙা রয়
ব্যবহারে প্রতিবেশীর মনে দুঃখ হয়
রোজাদারে পেয়ে না দিলে ইফতারি
যাহা খাও না পারিলে ভাগ দিতে তারই
না বুঝিলে ক্ষুধার্ত, তৃষ্ণার্তের ব্যথা
সেই মতো না ভাবিলে তাহাদের কথা
ক্ষুধা, তৃষ্ণা দেহ মনে আনে যে দহন
কু-প্রবৃত্তি তাতে যদি না হয় দমন
ফরজ নামাজ যদি না হয় আদায়
উপবাসে কষ্ট শুধু, কোন ফল নাই।


রোজা রাখো মনে রেখে আল্লাহর বাণী
নিজহাতে আল্লাহ দেবে পুরস্কার আনি।