২৪৮।
নয়নের জলে মরুর বুকে বয়ে দিতে পারি বান
ভালবাসাতে পাথরের বুকে জাগাতেও পারি প্রাণ।
সকলই বিফল যদি না ফেলে এই জমিনের বুকে
করুণাসিক্ত দুফোটা শিশির ঊর্ধ্বের আসমান।


২৪৯।
সেই একই প্রেম দিতে ও নিতে প্রতিদিন করি শাদী
বিচারক এই সমাজ তবু আমাকেই বানায় বিবাদী।
শরাবপায়ী সকলেই রয় বিচারের রায়ে সাধু
একই সে শরাব পান করে শুধু আমি হই অপরাধী।


২৫০।
প্রেমের শরাব বিলিয়ে গেলাম আজীবন আমি সাকি
পানপাত্র পূর্ণ সবার - আমারখানাই বাকি।
শরাবপিয়াসি এই আমি যবে দাঁড়াব তোমার দ্বারে
বক্র হেসে বলবে কি তুমি - জীবনটা তোর ফাঁকি?