২৬১।
জীবন শেষে আমার যখন এই ভুবনে হবে মরণ
আমার মত হতে যদি কেউ না করে অনুসরণ
যাই বা ছিল, যেই বা ছিলাম রঙীন জীবদ্দশায়
আত্মা কেঁদে বলবে সেদিন - কী-ই বা হল অর্জন?


২৬২।
ডাকতে কাছে স্রষ্টা ঠিকই দেখায় দূরে লাল আলো
যেতে সেথায় পথটা সদাই দারুন পিছিল, ঘোর-কালো।
যেতে সেথায় স্বাস্থ, সম্পদ হয়তো একটু শক্তি যোগায় -
তার চেয়ে চাই শক্ত ইচ্ছা, অটল বিশ্বাস, মন-ভালো।


২৬৩।
অগাধ জলের আধার সাগর - তৃষ্ণার্তের জল সে নয়
আলো বাতাস পথ না পেলে বসবাসের ঘর সে হয়?
সুখানন্দ-হাসিবিহীন জীবন্ত রয় যে দেহ
তারে জীবন বলাই ঠাট্টা - সেতো কেবল প্রাণাশ্রয়।