৩৭।
নতুন বছর দ্বারে এসেই পুরানো সব চাওয়া জাগায়
মনের মাঝের নিঃসঙ্গতা সুচিন্তাকে দূরে ভাগায়।
মুসা-ই কেবল পেরেছিল শুকনো গাছে ডাল গজাতে
ঈসার মতো আর বলো কে মৃতের দেহে জীবন লাগায়?


৩৮।
চেয়েছিলাম তোমার হাতে শুধুই একটি ফুল
বুঝিনি তো সে চাওয়াতে কী-ই বা ছিল ভুল।
সুরার বোতল ধরিয়ে দিলে আমার হাতে সাকি!
সুরা-সাকির নেশায় এখন সদাই কেঁদে আকুল।


৩৯।
ইরাম গেছে সঙ্গে নিয়ে গোলাপবাগের সুবাস
সাথে নিখোঁজ জামশেদী সে সাত বলয়ের গেলাস।
দ্রাক্ষাকুঞ্জে আজও ঝোলে লাল চুন্নী-আঙুর
আজও সেথায় বাগান পাশে বইছে জল ও বাতাস।