১২৬।
পদোন্নতির দর্পে কেহ কাঁপায় অফিস কাঁপায় বাড়ি
ভাবে না কাল অবসরে সবাই বেকার চেয়ার ছাড়ি।
সবাই শোবে মাটির 'পরে এক আসনে মৃত্যু হলে
সেথায় বৃথা পদ-পেশা-জাত, বিলাসবহুল মোটরগাড়ি।


১২৭।
সত্য-জ্যোতির অগ্নিকণার যে অপরূপ রূপের তাপে
পুড়িয়ে আমায় ছাই করেছে প্রেম অথবা অভিশাপে,
একটি পলক দেখলে সে রূপ নিত্যদিনের পানশালাতে -
আর কেন যাই ভজনশালায় খুঁজতে ক্ষমা ঠুনকো পাপে?


১২৮।
জ্ঞানীর মুখোশ মুখে পরে রহমানের কাটলো দিন
আসল জ্ঞানীই বুঝলো শুধু, জ্ঞান ছিল তার অর্থহীন।
বিধাতা তাঁর আপন খেলায় দিল যে তার নানান রূপ
ঘোর কুয়াশার খেলাতে তার জ্ঞান হল যে অন্তলীন।