১৪৭।
মাটির গড়া ভাতের হাড়ি পুড়ায় কুম্ভকার
জানে না সে মৃত্পাত্রও পুড়বে কতবার।
সারাজীবন পুড়ে পুড়ে ফিরলে মাটির বুকে
মাটির সাথেও মেশে না সে আগের মতো আর।


১৪৮।
ডেকেও যখন পাই না সাড়া, ভাবি তোমায় যাবো ভুলে
কী হবে আর তোমার কাছে আমার প্রেমের প্রশ্ন তুলে?
আমায় তখন মনে করে, দাও আমাকে এমন আঘাত  
পাইনি কভু তেমন সাড়া ভরিয়ে ও হাত রঙিন ফুলে।


১৪৯।
সকল ভূতল চষেও খুঁজলে তোমার ভাগ্য-কণা
মিলবে না তা - শেষ করলেও সকল ঢেলা গনা।
কিন্তু সেথায় ছড়াও যদি ঠিক ফসলের বীজ
যত্ন নিলে ভাগ্যে তোমার আসবে ফসল-সোনা।