১৬৮।
মনের ভেতর বসত করে লোভী জানোয়ার
ইচ্ছাতে তার আত্মা মরে সয়ে অত্যাচার।
ছাড়তে যদি পারে কেউ তার স্বার্থপরতা
দেখতে সেজন পাবে ঠিকই রূপ কেমন আত্মার।


১৬৯।
জন্ম এবং বেড়ে ওঠা হয় যদি এক কূপে
কত আলো দেখবে সে আর জলের ভেতর রূপে?
মুক্তো মাঠে রবির আলো অলীক যে তার চোখে -
জলে পড়া রবির আলো হাসে চুপে চুপে।


১৭০।
ভাবিস রে তুই যাবি যেথায়, ছাড় রে যাওয়ার জেদ
জানিস কি তুই সেথায় যাওয়ার ভালো-মন্দ ভেদ?
তার চেয়ে তুই শুধা কারেও ঝর্ণাধারা কোথায় -
সেথায় যাওয়ার পথটা জানলে মিটবে মনের খেদ।