১৭৪।
ভাতের থালা ভাতগুলোকে নিয়ে নিজের বুকে
দেখে ভাতের কত আদর কেউ খেলে তা সুখে।
দেখে না সে কেমনে হলো সেই আদরের ভাত -
চাপে তাপে অনেক ব্যথায় অনেক কেঁদে দুখে।


১৭৫।
ময়লাযুক্ত আবর্জনার মাটিতে গড়া যে দেহ
চাইলেই তুমি সোনা হয়ে ফিরতে পারে কি কেহ?
তুমি কি হবে কঠিন বণিক অধিক লাভের দাবীতে
নাকি বুকে নেবে মাটির পুতুলে বিলিয়ে করুণা-স্নেহ?


১৭৬।
ছোট যারা, সবার থাকে বড় হবার সাধ
ছোট থেকে বড় হওয়া নয় তো অপরাধ।
ঘৃণ্য হয়ে তারাই থাকে, বড় হয়ে যারা
ছোট থাকার সময়টাকে চায় দিতে স্রেফ বাদ।