১৮৪।
ছিলাম যখন নরম কাদা - তোমার হাতের চাপে
না বানিয়েই কলস আমায় - পুড়িয়েছিলে তাপে।
এখন শুধুই ভেঙে ভেঙে টুকরো হবো আমি -
যতই আঘাত করবে আমায়, জল না দেওয়ার পাপে।


১৮৫।
ধরার বুকে প্রথম গোসল পেলাম পরের হাতে
নিষ্পাপ এক দেহের ময়লা ধুয়েছিল তাতে।
জীবন ভরে নিজের হাতে করি পাপের গোসল -
পাপ কি ধোবে পরের হাতে শেষের গোসলটাতে?


১৮৬।
নরম কাদায় নিখুঁত কলস বানাও কুম্ভকার
আমি যে এক বাঁকা কলস - দোষ কি শুধুই আমার?
তোমার হাতের নরম পরশ পেলে সবার সমান
আমিও অন্য সবার মতোই পেতাম দরের বাজার।