১৯।
আমায় যদি উড়তে বলো, উড়তে পারি
আমায় যদি পুড়তে বলো, পুড়তে পারি
তীক্ষ্ণ আঁখির বাণে হৃদয় টুকরো করো
তোমার পায়ে রাখতে তারে, জুড়তে পারি।


২০।
বৃদ্ধ আমি যায় বিছানায় তোমার সাথে রাতে
আমায় তুমি ধরে থাকো তোমার শক্ত হাতে
জানি নাকো কী নির্যাসে ভরাও দেহ-মন
প্রাণবন্ত যুবক যে হই, উঠি যখন প্রাতে।


২১।
ভালোবাসার অথৈ জলে ডুবতে যতই পারি
হৃদয় ততই সিক্ত করে ভালোবাসার বারি
বাঁচবো ভেবে যখন আমি খুঁজি সাগর তীর
জ্যান্ত দেহে মৃত হিয়া, দহন বোঝে তারই।