১৯৬।
আগ্নেয়গিরি বললো ডেকে, আগুন যখন মনে
শীতল হতে বাধা কোথায় লাভার উদ্গীরণে?
মেঘ বললো, পুড়বি তাতে আর পুড়াবি অন্যে
না হোস যদি শীতল শেষে আমার বরিষণে।


১৯৭।
বাতাস বলে ঘৃণাভরে বয়ে যাওয়া ঝড়কে
অশনি তুই ভাঙিস পেলেই পরের গড়া ঘরকে।
ঝড় বললো, করি যে তা তুই করলেই রাগ
তুই আর আমি দুজনে বল কার বা পর কে?


১৯৮।
সূর্য বলে চাঁদকে
ভাল্লাগে না আলো চুরির ফাঁদকে।
চাদ বললো, করিস যদি তিরস্কার
কর গিয়ে তোর আলো রাখার বাঁধকে।