২৮।
রাত্রে যখন জমাট আঁধার, একটু পরেই জাগার সময়
নে হাতে তোর হাতুড়ীটা, পাথর ভাঙায় আর দেরী নয়।
ভোরের আলোর শিকারী তুই, এই আলো নে নয়ন ভরে
সংসারের এই রণের মাঠে, আসবে তবেই আলোর জয়।


২৯।
রাতের শেষে ভোর এসেছে নতুন আলো নিয়ে
পাথর ভাঙার হাতুড়ীতটা নাও গো হাতে প্রিয়ে।
পূবের আলোয় পথটি খুঁজে কামান চালাও রণে
অনাগত পথিক তবেই হাঁটবে এ পথ দিয়ে।


৩০।
সখ ছিল খুব থাকব ছুঁয়ে তোমার বেনীর চুল
তাই তো আমি ফুটেছিলাম হয়ে রঙিন ফুল
কাঁটায় বিঁধে পরেও ছিলে, ফেললে শুকনো হলে
অনেক খোঁচায় ছিদ্র এ বুক আজ বোঝে তার ভুল।