৪০।
পান্থশালার হট্টোগোলে কে এলি রে নতুন পথিক?
পানের নেশায় মাতাল ছোড়ে ভাঙা গেলাস দিগ্বিদিক।
ক্ষণিক সময় থাকবি হেথায়, চাইলে নিজের পানাহার
খুঁজিস সাকি, খুঁজিস সুরা, যা হবে তোর জন্যে ঠিক।


৪১।
আমার চলা তোমার পথে তোমার আলোয় হয়
সেও তো নাকি আমার ভালো, তোমার ভালোয় নয়।
শুধুই সেটুক আমার কি গো, মধ্য পথে তার
যেটুক এসে আলো ঢেকে করে কালোয় জয়?


৪২।
দুই নয়নে যাইবা দেখি তোমার চোখেই দেখি
যে আলোতে পথটা চলি, আমার আলো সে কি?
সবাই যখন ঘুমের মাঝেই তোমায় পেয়ে হাসে
নিদ্রাবিহীন খুঁজি তোমায় - করলে আমার এ কী?