৫৮।
যায় কী বলা সহজভাবে মোমবাতির এক গল্প
হৃদয় জ্বলা নয় নরকের জ্বলার চেয়ে অল্প?
কেমন করে বুঝাই বলো আমার কেমন দুখ
এমন দুখের কাউকে যখন মন করে না কল্প?


৫৯।
দিনে দিনে যে শরাবের গেলাস দিলে হাতে
তাতে মাতাল হলাম যখন, আপত্তিটা তাতে।
চোখের জলে ভিজেও এখন মনের আগুন জ্বলে
তুমি এখন বাতাস মিশাও তার ভস্মের সাথে।


৬০।
একটা নির্যাতনের মূল্য হয় না অঢেল সম্পদেও শোধ
সমস্ত আনন্দ বিলোপ করে শুধু একটা অপরাধ বোধ।
যে ভুগেছে মাত্র সাতদিন হৃদয়ের বিষণ্ণতায়
সাত হাজার বছরের আনন্দও তার হয়ে গেছে রোধ।