৭৪।
কেউ ভাবে নিজ-প্রাণের চেয়েও স্বাধীন রাজ্য ধরায় সেরা
অন্যে ভাবে শুধুই স্বর্গ সকল সুখের নিখুঁত ডেরা।
এ মন বলে - ও সব ভুলে পাওনা যা, তা নগদ নে
বৃথায় হবে দূরের বাদ্যে সকাল-বিকাল নেচে ফেরা।


৭৫।
ভাগ্যের সাথে এখনো বানিজ্যে রত
যত দিন যায় ভয় ঘিরে আসে তত।
ভাবো সবশেষ দেখলে চোখে কালো
আমি জানি, কোন ভয়ই নয় শুভ্র চুলের মত।


৭৬।
অর্থ যে এই জগত মাঝে সকল করে জয়
কালকে কিনো আজকে যেটা বিক্রি হবার নয়।
জগত-সেরা কোহিনূর হীরা তাও অর্থের লোভে
বৃটিশ করে আজও প্রতিদিন যাদুঘরে বিক্রয়।