৯০।
আমার বাবা চাষা ছিল, করতে জানি চাষ
তোমার বাবা রাজা ছিল, করতে জানো ত্রাস।
আজ নয় কাল ত্রাসের বংশ ছাড়বে তোমরা দেশ
আমরা করব দেশের বুকে অনন্তকাল বাস।


৯১।
যতই ভাবো নিজকে দক্ষ শয়তানের এক শিষ্য
তোমার ধোকায় মূর্খ রবে দেশবাসি ও বিশ্ব।
দেশের মূর্খ আমজনতাই লিখবে ভাগ্যবিধান
সেই বিধানে কাল হবে ঠিক তোমার বংশ নিঃস্ব।


৯২।
এক পকেটে তসবী্হ আমার অন্যটাতে ঘুষের টাকা
মুখ ভর্তি হাদীছ কোরান, বুক ঈমানে বড্ড ফাঁকা।
পরের জমি নিজের করে মক্কা থেকে হাজী খেতাব
পরের ধনে ব্যাংক ভর্তি, ঘোরেও গাড়ির চারটি চাকা।