১০৮।
নতুন বছর আনতে ডাকো কালবৈশেখীর ঝড়
জীর্ণ-জরা ভেঙে ফেলে বাঁধতে নতুন ঘর।
গরীব-দুখীর যে ঘর ভাঙে, কেউ বাঁধে না আর
বাকি জীবন কাটায় তারা শূন্য পথের 'পর।


১০৯।
দিয়েছ কারেও চাওয়ার বেশী, প্রশ্ন তুলে তা কী হবে?
চিত্ত কাঁদে নিত্য যা চেয়ে, তাও ভুলে থাকি নীরবে।
উদরের ক্ষুধা বাধ্য করে যেটুকু পাওয়ার যুদ্ধে
সেই যুদ্ধও মহাপরাধ - তোমার বিচার এমন কি তবে?


১১০।
এখানে, ওখানে, যেখানেই দেখি ভূতল মানুষে ভরা
সেখানেই দেখি সুখ ও দুঃখ, জন্ম, মৃত্যু, জরা।
জীবনের রস নিঃশেষ হয় বিন্দু বিন্দু ক্ষরণে
কখনো থামে না জীবন-বৃক্ষের বিবর্ণ পাতা ঝরা।