১৭৭।
ভাগ্যে যখন আসে কারো নেহাত খারাপ বেলা
জলের ধারে দাঁড়ালে সে, মশায় মারে ঠেলা।
জলের নিচের ভেদা মাছের হা-তে গিয়ে পড়ে
ভেদা মাছও হাঙর হয়ে খেলে দাঁতের খেলা।

১৭৮।
স্বপ্ন ভাঙার ব্যথা নিয়ে কাঁদছো তুমি অনেক দুখে?
অপূর্ণ সব স্বপ্নগুলো যাও ছড়িয়ে কারো বুকে।
কালকে তোমার কবর হলেও স্বপ্ন-কুঁড়ি জ্যান্ত রবে
পরের দিনই পূর্ণ হয়ে ফুটন্ত ফুল হাসবে সুখে।


১৭৯।
খেলার মাঠে দক্ষ যেজন বুদ্ধিমান এক খেলোয়াড়
সময় মতো যোগ্যকে দেয় নিজের পায়ের বলটা তার।
যদিও নিজে দেয় না সে গোল, হয় তবু গোল তার দলের -
যোগ্যকে সে আলোয় হাসায়, নিজের থাকে অন্ধকার।