১৮০।
সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় যে, খেলে না সে সর্বক্ষণ
প্রশিক্ষকও করতে পারে, না খেলিয়ে সংরক্ষণ।
তাই যে আছো বেঞ্চে বসে, নিজকে কেন ভাবছো হেয়?
নামবে তুমিই, দলটা তোমার হারার মুখে পড়বে যখন।


১৮১।
পথিক যখন চলে পথে, পথের শেষটা টানে
পথের শেষে যা অপেক্ষায়, সবটা সে কি জানে?
পথের মাঝের ভালো-মন্দ চিত্ত-পটে লিখে
পথের শেষে যা মেলে তাই নিজের করে মানে।


১৮২।
হৃদয়টাকে বাঁধতে বলা, মুখের সহজ কথা
প্রেমের আগুন জ্বললে বুকে, বলাটাও অযথা।
বন্ধনহীন কামার সেথা নিত্য হাপর টানে -
বাইরে থেকে যতোই দেখো, স্থিত-নীরবতা।


১৮৩।
ঊর্ধ্বে যখন উঠবে তুমি, আছেই পড়ার ভয়
পড়ার ভয়ে উঠবে নাকো, সেটাও তো ঠিক নয়।
পড়ার আগে শেখো যদি ঊর্ধ্ব থেকে নামা
উঠতে নামতেই রেখে যাবে নিজের পরিচয়।