১৯৯।
ঊর্ধ্ব থেকে আকাশ ডেকে বলে নিচের মাটিকে
তুই আর আমি এ দুজনের বল তো দেখি খাঁটি কে?
মাটি বলে থাকি তলে - ও হিসাবটা তোমার থাক -
নোংরা বুকেও জায়গা তো দিই সবার শোবার পাটিকে।


২০০।
কর্ম বলে গর্ব ভরে ধর্ম রে তুই থাক দূরে
আমার হাতে সৌভাগ্যের চাকা সদাই যাক ঘুরে।
দুর্ভাগ্য বক্র হাসে - কর্ম তোরে দেখাই তবে -
পাকা ফসল বজ্রপাতে কেমনে হয় খাক পুড়ে।


২০১।
পরের নিয়ে পরকে দান - তবু তো দানবীর
চোর ডাকাতেও আজকাল তাই খাড়া করে শির।
ঘুষের ধনে হুশ হারিয়ে ধরাও বানায় সরা -
সরার পোকা মাদল বাজায় একটু খেয়ে ক্ষীর।