২০৮।
মেঘের ফাঁকে চাদের আলো যেমন করে দৃষ্টি টানে
দেখাও তেমন আলোর উঁকি - ঘুরব তোমার সন্ধানে।
সারাজীবন ঘুরেও যদি একটিবারও না দাও দেখা
মনকে বুঝাই কেমন করে তোমার তেমন থাকার মানে?


২০৯।
লক্ষ টাকার হুক্কা হুয়া মৌলানাদের ধর্মসভা
পেট-পকেটের চিন্তা বানায় মুখের কথা মনোলোভা।
মোহাম্মদের মজুরী ছিল কত এমন ধর্মসভায় -
শুধাও যদি সামনে পাবে ক্ষুধিত এক ব্যাঘ্র-ক্ষোভা।


২১০।
শেখ, মৌলানা, মৌলভী সব এবার তোরা জাগ রে জাগ
ইসলামকে করিসনে আর নিজের স্বার্থে হাজার ভাগ।
নিজের পেট আর পকেট ভুলে অহমিকা শিকেয় তুলে
আল্লাহ, নবীর ধর্মে দেখা সত্যিকারের অনুরাগ।