২১৪।
নগরবাসী বনে এসে কাঠ কেটে যায় রোজ
সে কাঠ জ্বলে অন্যে জ্বালায়, রাঁধে সুখের ভোজ।
অন্য কারেও না জ্বালিয়ে জ্বালায় ভরা বুক -
আমি কেন বনবাসী কেউ রাখে না খোঁজ।


২১৫।
রাজনীতিতে সবই মিথ্যা, স্বদেশ প্রেমও ধোকা
নেতাই শুধু সবজান্তা, আমজনতা বোকা।
সেই বোকারা একজনকে বানায় তাদের পিতা
যে ভাবে না তাদের কারেও আপন খুকী-খোকা।


২১৬।
জানে রাজা আজ বাদ কাল গোরে দেবে পা
জগত খাওয়া ক্ষুধায় তবু রাজা করে হা।
বাবাতে খায়, সন্তানে খায়, তখন রাজা ভাবে -
জনগনে খাক বা না খাক - খায় যেন তার ছা।