সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম
তোমার উপর নাজিল হইলো শান্তির ধর্ম ইসলাম।


তুমি ছিলে মক্কার আল-আমিন
হইলে রাহমাতুল্লিল-আল-আমিন
উম্মতের তরে তুমি রহিলে জামিন
শেষ বিচার দিনে, হইবে তুমি নবীদের ইমাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।।


আরবেরা দিতো নারীশিশু কবর
আঁধারে ডুবেছিল মানুষের অন্তর
তুমি দিলে দু’জাহানে শান্তির খবর  
কহিলে, নর-সম বিশ্বে নারীদেরও আছে দাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।।


নিজ হাতে গড়া সব মূর্তিকে পুঁজিত
নিষ্প্রাণ মূর্তিকে ওরা বিধাতা বুঝিত
অধর্মের মাঝে শুধু দেহ সুখ খুঁজিত
তুমি দিলে মনে সুখ, এনে ভবে আল্লার ইসলাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।।


বিশ্বের তরে তব অক্ষয় ভালোবাসায়
কাঁদিলে সারা জীবন আল্লার করুণা আশায়
তব দেহ-রক্তে তায়েফের ধূলিকে ভাসায়
চাহিলে তুমি তবু, তাহাদের তরে শুধু শান্তি-সালাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।।


শিখাইলে তুমি এক আল্লার উপাসনা
কারো চেয়ে ছোট নয় কোন একজনা
গাহিলে বিশ্ব-মানুষের এই বন্দনা
বলিলে, একজনই স্রষ্টার সৃষ্টি এ দুনিয়া তামাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।।


ইয়া হাবীব! তুমি আল্লার প্রিয়তম
পাপী আমি, করেছি পাপ পাহাড় সম
তুমি বিনে বিচার দিনে নেই ভরসা মম
তরিবে এই পাপীরে রোজ হাশরে, সেই আশে লই পূত নাম।
সাল্লাল্লাহু ওয়ালা মোহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম।


রচনা: ২৬ জুন, ২০১৬