প্রভু কহে ভৃত্যে আজ থেকে নিত্যে
ডাকিবি মোরে মহা-নটবর।
ভৃত্য ভয়ে ভয়ে শুধায় অতি বিনয়ে -
কে দিলো উপাধি পাইনি খবর।


প্রভু তারে ধমকায় কে দিলো কী আসে যায়
কে বুঝে আর নাট্য কী যে?
করি কেন নির্ভর কবে কী করিবে পর?
তাই নিজেই নিয়েছি তা নিজে।


অন্যের পথ ধরে নিজ কাজ নিজে করে
নিজে নিজে নিয়ে নিই উপাধি
জগতে অলস যারা ভেবে ভেবে মরে তারা
ঠিক-বেঠিক, অন্ত ও আদি।


নিজ কাজ যাই করি প্রশংসায় সদা মরি
সেই তো সঠিক কর্ম-প্রীতি
মূর্খ জগৎ বাসী কবে আর দেবে আসি
আমার কাজের যোগ্য স্বীকৃতি?


রচনা: ১৮ আগস্ট, ২০১৬