সকলেই যেমন দেখে গো স্বপন              
আমিও তেমনি দেখেছি                        
স্বপ্নের মাঝে ওই নাম ধরে        
কতবার তোমাকে ডেকেছি।                


যে সময় চলে যায় ফিরে আসে না      
যে পাথর ডুবে যায় তীরে ভাসে না
স্বপের বাসরে তবু সেই পাথরে
ভাসিয়ে যে আজও রেখেছি।


উদাসীন যেই মেঘ চিরদিন বাতাসে
ভেসে যায় বহু দূরে ওই নীল আকাশে
রঙধনু রঙে সেও একদিন হাসে।


একদিন হাসবে রেঙে কাছে আসবে
স্বপ্নটা নিয়ে বুকে অপেক্ষায় থেকেছি।              


স্বপ্নেরা মরে যায় তবু থাকে আশা
সবকিছু শেষ হয় থাকে ভালোবাসা
তাই প্রেম বুকে বেদনায় ধুঁকে
স্বপ্নের রঙটা এই মনে মেখেছি।